যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জের ধরে রাজধানীর যাত্রাবাড়ীতে রাসেল শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

প্রকাশিত

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে কুতুবখালী রসুলপুর সেলফির মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাসেলকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রুবেল শিকদার জানান, আমার ভাই দুদিন আগে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী হৃদয়, হাসিব, পিয়াস, রমজান ও নাঈমকে রসুলপুর এলাকায় ছিনতাই করতে নিষেধ করে এবং তাদের কয়েকজনকে মারধর করে। পরে সন্ধ্যায় তারা আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সিফাত নামে আরও একজনকে কুপিয়ে জখম করে। পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সিফাত যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, আমরা দক্ষিণ কুতুবালীতে ভাড়া বাসায় থাকি। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। আমার বাবার নাম মৃত আসলাম সিকদার। আমার ভাইয়ের তিন বছরের একটি মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানিয়েছি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com