

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেরেবাংলা নগর, মিরপুর, যাত্রাবাড়ী, দারুস সালাম ও রূপনগর থানা পুলিশ। এর মধ্যে শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ দেলোয়ার হোসেন (৩৮) ২। মোঃ শাহজাহান (৩২) ৩ । মোঃ জাহিদ হাসান হৃদয় (২৫) ৪। শরিফুল ইসলাম নিলয় ( ১৯) ৫। অপূর্ব ইসলাম (২২) ৬। বুলবুল আহামেদ (২৬) ৭। মোঃ শাহেদ ভুইয়া (২০) ৮। মোঃ মান্না হোসেন (২৫) ৯। দীপক হাজরা (২৬) ১০। ইয়াসিন আরাফাত অর্ণব (২৫) ১১। সৈয়দ আহম্মেদ শুভ (২৬) ১২। মোঃ আশরাফ উদ্দিন (৩০) ১৩। মোঃ শাহজালাল (২৮) ১৪। মোঃ শাহীন (২১) ১৫। মোঃ নাঈম (২১) ১৬। ইমতিয়াজ আহমেদ হৃদয় (২১) ১৭। মোঃ রমজান (১৯) ১৮। সাইদুর রহমান (১৯) ১৯। মোঃ সাব্বির হোসেন (২৪) ২০। মোঃ মঈন হোসেন রাজন (২২) ২১। মোঃ তরিকুল ইসলাম রিফাত (১৯) ২২। মোঃ হানিফ মিয়া (২৫) ২৩। মোঃ রিফাত হোসেন (২৩) ২৪। মোঃ তরিকুল ইসলাম (২৪) ২৫। মোঃ শাহদাৎ হোসেন রাব্বী (৩২) ২৬। মোঃ অনিক হোসেন (২৭) ২৭। মোঃ সাজ্জাদ হোসেন (১৯) ২৮। মোঃ শিপন (২৩) ২৯। মোঃ সোহানুল হক (২৪) ৩০। মোঃ তারেক আজিজ (২৮) ৩১। মোঃ সাব্বির হোসেন বিজয় (২২) ৩২ । এসএম মতিউর রহমান (৪৮) ৩৩। মোঃ হারিজ (২৮) ৩৪। মোঃ এজাজ হোসেন সিয়াম (২৪) ৩৫। মোঃ উনায়েস ইমরান (২৪) ৩৬। মোঃ মনির আক্তার (২৫) ৩৭। মোঃ রাজন শেখ (৩১) ৩৮। মোঃ আবু সাদিক রাকিব (২৯) ৩৯। মোঃ মজিবুর রহমান (৩২) ৪০। মোঃ সালাহ উদ্দিন ব্যাপারী (৪০) ৪১। মোঃ শাহিন (২৬) ৪২। মোঃ আমিনুল ইসলাম নাঈম (২৫) ৪৩। মোঃ মামুন ব্যাপারী (২৪) ৪৪। মোঃ আব্দুল্লাহ সবুজ (৩১) ৪৫। মোঃ রাকিবুল হাসান রাকিব (২৩) ৪৬। মোঃ জজ মিয়া (২৮) ৪৭। মোঃ আক্তারুজ্জামান (২৪) ৪৮। মোঃ আলামিন ইসলাম (২৩) ৪৯। মোঃ রাসেল (৩০) ও ৫০। মোঃ নুরুল ইসলাম (৫৩)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৫০০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ হাবিব (২০) ২। মোঃ নুর আলম মুন্সি (২৪) ৩। মোঃ পারভেজ আহাম্মেদ (৩৩) ৪। মোঃ আক্তার হোসেন (৩৪) ৫। মোঃ সাঈদ (২০) ৬। মোঃ দুলাল (২৭) ৭। তাসনিম আহম্মেদ (২৫) ৮। আলমাস হক (১৯) ৯। মোঃ ইব্রাহিম (২৭) ১০। মোঃ রাসেল (২৮) ও ১১। মোঃ আলী হোসেন (৪০)।
এছাড়া, যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে তিনটি চাকু ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-১। তৌহিদ (২৩) ২। মোঃ জুয়েল (২৫) ৩। মোঃ পলাশ (২০) ৪। মোঃ আরিফ হোসেন (২০) ৫। মোঃ সোহেল (২৫) ৬। মোঃ সোহান (২৩) ৭। মোঃ রনি (৩৫) ৮। মোঃ আলমগীর হোসেন (১৯) ৯। মোঃ জানে আলম হোসেন ওরফে আশিক (২৫) ১০। রনি ইসলাম বর্ষণ (২০) ১১। বাপ্পী (২৫) ও ১২। হোসেন মোঃ মহসীন (৫২)।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) দারুস সালাম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ ইকরাম (২৬) ২। মোঃ শাহ আলম (৩৫) ৩। মোঃ রাজু শেখ (৫০) ৪। মোঃ খোকন মিয়া (৩৫) ৫। মোঃ রবিন (২০) ৬। মোঃ রোমান (২৪) ৭। মোঃ জসিম (২৪) ৮। মোঃ ইব্রাহীম খলিল (২২) ৯। মোঃ সজল (২০) ১০। শ্রী অজয় ঘোষ (২৮) ১১। মোঃ নাজমুল (২২) ১২। মোঃ মুন্না (২৫) ১৩। মোঃ সবুজ মিয়া (২৫) ও ১৪। মোঃ হৃদয় (২১)।
রূপনগর থানা সূত্রে জানা যায়, আজ শনিবার (৩ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারককৃতরা হলো- ১। মোঃ রাব্বী হাসান (২৫) ২। মোঃ ফজলে রাব্বী (২৫) ৩। মোঃ জিহাদ (২৪) ৪। মোঃ রাসেল (২১) ৫। মোঃ আকবর (২২) ৬। মোঃ শাকিল (১৯) ৭। মোঃ রুবেল (৩২) ৮। মোঃ রুবেল মাতবর (২৮) ৯। মোঃ শান্ত (১৮) ১০। মোঃ সিয়াম (২১) ও ১১। মোঃ রাহাদ (২০)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।