মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার

মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ফাহিম (২৩) ২। পলাশ (২২) ৩। রাসেল (২৮) ৪। ওবায়দুল (৩৩) ৫। আলমগীর (৩৮) ৬। সাকির হোসেন (৩১) ৭। গোলাম হোসেন (৪৫) ৮। বাদল (৫৮) ৯। শ্যামলী বেগম সাথী (২৭) ১০। মোবারক (৩১) ১১। তানভীর আহমেদ সাব্বির (২২) ১২। অনিক (৩৩) ১৩। নিয়মত উল্লাহ (২৫) ও ১৪। ইমন ওরফে অনিল (২৫)। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ২০০ গ্রাম গাঁজা, ২ টি বিদেশি মদের বোতল , ২ টি ডিজিটাল পরিমাপ মেশিন ও নগদ ২৪২ টাকা উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com