নিউমার্কেট সিটি কমপ্লেক্সে চুরির ঘটনায় চোরাই টাকা উদ্ধারসহ গ্রেফতার ০১

নিউমার্কেট সিটি কমপ্লেক্সে চুরির ঘটনায় চোরাই টাকা উদ্ধারসহ গ্রেফতার ০১
প্রকাশিত

রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্সে (বিশ্বাস বিল্ডার্স) মার্কেটে চুরির ঘটনায় চোরাই টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো-মোঃ আলিম হাওলাদার (৩৬)।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ ও নিচ তলায় অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙে ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী মোঃ মানিকের অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, নিউমার্কেট থানা পুলিশের একটি টিম মামলাটির তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। এরপর গত শুক্রবার (১০ অক্টোবর) ভোর আনুমানিক ০৪.৩০ ঘটিকায় বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া নামক গ্রাম হতে বামনা থানা পুলিশের সহায়তায় আলিম হাওলাদার গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত টাকার মধ্যে নগদ এক লক্ষ ৪০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলিম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com