ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত

গত ২৪ ঘন্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭) ২। সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬) ৩। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহ-সভাপতি মোবারক হোসেন পলক (৩২) ৪। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন আকন (৫০) ৫। লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ- প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২) ৬। আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলের সংগঠক, অংশগ্রহণকারী মোঃ মিরাজ হোসেন (২৬) ও ৭। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মোঃ এরশাদ আলী (৪৫)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন ও ফাহিম আহাম্মদ শাহকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিনে বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় গোয়েন্দা মিরপুর বিভাগের একটি আভিযানিক টিম রমনা মডেল থানাধীন শিল্পকলা একাডেমি এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে মোবারক হোসেন পলক ও মোঃ ফারুক হোসেন আকনকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিনে রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় গোয়েন্দা গুলশান বিভাগের একটি আভিযানিক টিম খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়ার রসুলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ওয়াহেদুল ইসলাম খান সজিবকে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি আভিযানিক টিম কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিরাজ হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে একই সময়ে গোয়েন্দা গুলশান বিভাগের একটি আভিযানিক টিম বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিরাজ হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com