নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহৃত গাড়িতে মাদক বহন, আটক ১

নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহৃত গাড়িতে মাদক বহন, আটক ১
প্রকাশিত

মাদারীপুরের রাজৈরে ভূয়া জাতীয় নির্বাচন কমিশনের হাইএজ (মাইক্রোবাস) গাড়িসহ মনিরুজ্জামান (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে। এসময় তার গাড়ি থেকে ৮ ক্যান (বোতল) বিয়ার উদ্ধার করে পুলিশ।

শনিবার (২ আগষ্ট) দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে রাজৈর থানা থেকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়। আটক মনিরুজ্জামান জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করছিল রাজৈর থানার পুলিশ। পরে ভোররাতের দিকে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকার তালপট্টি তিন রাস্তার মোড়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো একটি হাইএজ গাড়ি দেখতে পান তারা। এসময় সন্দেহ হলে চালকসহ গাড়িটা আটক করা হয়। একপর্যায়ে তল্লাশি করে অ্যালকোহলযুক্ত ৮ ক্যান (বোতল) বিয়ার উদ্ধার করে পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূয়া স্টিকার লাগানো একটি মাইক্রো গাড়িসহ একজনকে আটক করা হয়েছে। এসময় তার গাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com