ভাটারা থানা পুলিশের দক্ষতায় চাঞ্চল্যকর অপহরণ ও হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

ভিকটিমের লাশ ও হত্যার আলামত উদ্ধার
ভাটারা থানা পুলিশের দক্ষতায় চাঞ্চল্যকর অপহরণ ও হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
প্রকাশিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশের দক্ষতায় চাঞ্চল্যকর সুদীপ্ত রায় (১৭) অপহরণ ও হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, ভিকটিমের লাশ ও হত্যার আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুল্লাহ (২২) ও ২। জোবায়েদ দেওয়ান (২২)।

ভাটারা থানা সূত্রে জানা যায়, ৭ নভেম্বর ২০২৫ বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় ভিকটিম সুদীপ্ত কুমার রায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ জগন্নাথপুর শাখার হোস্টেল থেকে ঘুরতে বের হন। তিনি এ সময় ভাটারা থানাধীন এলাকা থেকে অজ্ঞাতনামা আসামিদের হাতে অপহৃত হয়। পরদিন ৮ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় ভিকটিমের মোবাইল ফোন থেকে অজ্ঞাত আসামিরা ভিকটিমের পরিবারের কাছে ফোন করে ৮০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিমের পিতা হিমাংশু কুমার রায়ের অভিযোগের প্রেক্ষিতে ভাটারা থানায় ১১ নভেম্বর একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, থানার একটি চৌকস টিম অপরাধের ধরণ ও অপরাধের কৌশল বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন বাগানবাড়ি চৌরাস্তা এলাকা হতে আব্দুল্লাহ ও জোবায়েদকে গ্রেফতার করে। একই তারিখ তাদের দেখানো মতে শাহআলী থানাধীন এলাকার একটি বাসা হতে ভিকটিমের মৃতদেহ, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করে।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ ও জোবায়েদ ভিকটিম সুদীপ্ত রায়কে অপহরণ করে দাবীকৃত চাঁদা না পেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com