

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৮৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪ টি বাস, ৪ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৬৫ টি সিএনজি ও ১৪৫ টি মোটরসাইকেলসহ মোট ৩০৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮ টি বাস, ২৮ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ২২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬ টি বাস, ২০ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ২৪৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ৪ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ১১২ টি মোটরসাইকেলসহ মোট ২১৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬ টি বাস, ৩ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ১৬১ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬ টি বাস, ২০ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি ও ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ২৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৫৬ টি মোটরসাইকেলসহ মোট ১২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৭২ টি মোটরসাইকেলসহ মোট ১১৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩১২ টি গাড়ি ডাম্পিং ও ২১৬টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (১০ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।