জুলাই-আগস্টের মামলায় ট্রাইব্যুনালে ৩৯ আসামি

জুলাই-আগস্টের মামলায় ট্রাইব্যুনালে ৩৯ আসামি
প্রকাশিত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাসহ একযোগে ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকালে পৃথক প্রিজন ভ্যানে করে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হকসহ ১৪ জনকে আনা হয় ট্রাইব্যুনালে। কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসানসহ আসে ১৪ জন। কাশিমপুর কারাগার থেকে দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়।

এছাড়াও সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, সাবেক এমপি বদি ও পুলিশ কর্মকর্তা।

প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়ায় সব মামলাতেই সময় আবেদন করা হবে। প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com