বিশেষ ট্রেনে চীন সফরে কিম জং উন

বিশেষ ট্রেনে চীন সফরে কিম জং উন
প্রকাশিত

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বিশেষ সুরক্ষিত ট্রেনে করে চীনের পথে যাত্রা করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিবেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

চীনের এই আয়োজন মূলত বহুপাক্ষিক আন্তর্জাতিক সমাবেশ। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিনসহ ২৬ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে অবস্থান করবেন কিম। ১৯৫৯ সালের পর এবারই প্রথম কোনো উত্তর কোরীয় নেতা বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, ট্রেনটি অত্যন্ত সুরক্ষিত হওয়ায় ধীরগতিতে চলে এবং যাত্রায় প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। প্রায় ৯০ বগির এই বিশেষ ট্রেনে রেস্তোরাঁ, বৈঠককক্ষ, শয়নকক্ষ ও দর্শনকক্ষ রয়েছে। বিলাসবহুল খাবারের ব্যবস্থাও আছে এতে।

২০১৫ সালের বিজয় দিবস কুচকাওয়াজে পিয়ংইয়ং প্রতিনিধি পাঠালেও এবার কিম নিজে উপস্থিত থাকছেন। এর আগে ২০১৯ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিতে তিনি সর্বশেষ বেইজিং সফর করেছিলেন।

তিয়ানআনমেন স্কয়ারে আয়োজিত প্রায় ৭০ মিনিটব্যাপী কুচকাওয়াজে চীনের সর্বাধুনিক অস্ত্র, বিমান, ট্যাংক ও অ্যান্টি-ড্রোন ব্যবস্থা প্রদর্শিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীকে চীন আঞ্চলিক প্রভাব বিস্তারের বড় সুযোগ হিসেবে দেখছে।

পশ্চিমা নেতারা অনুপস্থিত থাকলেও মিয়ানমার, ইরান, কিউবা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের নেতারা উপস্থিত থাকবেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে থাকছেন কেবল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com