সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেপ্তার

সাবেক এমপি ফয়সাল বিপ্লব গ্রেপ্তার
প্রকাশিত

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২২ জুন) রাত ১০টার দিকে রাজধানীর ফার্মগেটের মনিপুরী পাড়ার একটি আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, সাবেক এ এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় পাঁচটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, আমরা খবর পেয়েছি, তিনি গ্রেপ্তার হয়েছেন। তবে তাকে কোথা থেকে এবং কারা গ্রেপ্তার করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফয়সাল বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। নির্বাচনে অংশ নিতে তিনি পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেছিলেন।

ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com