

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি গুলশান বিভাগের পৃথক অভিযানে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মো: রফিক (৬৩) ২। মোসা: শামসুন্নাহার মুন্নি (৪০) ও ৩। রাসনা আক্তার (৪২)।
ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিককে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল। অপরদিকে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১২.০৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ শামসুন্নাহার মুন্নিকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। একই তারিখ রাত আনুমানিক ১.৪০ ঘটিকায় কল্যাণপুর, দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসনা আক্তারকে গ্রেফতার করে ডিবি গুলশানের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।