

গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১৭৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪ টি বাস, ১১ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৭৯ টি সিএনজি ও ২৬৮ টি মোটরসাইকেলসহ সহ মোট ২৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮ টি বাস, ১২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ১৫৫ টি মোটরসাইকেলসহ মোট ২০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২ টি বাস, ২ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ২২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১৯৮ টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৭ টি বাস, ২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ২১৫ টি মোটরসাইকেলসহ মোট ৩১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪ টি বাস, ৯ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি ও ১৩৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮০ টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ১১২ টি মোটরসাইকেলসহ মোট ১৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১ টি বাস, ১০ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১৮৮ টি মোটরসাইকেলসহ মোট ২৪৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৯ টি গাড়ি ডাম্পিং ও ১৪১ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।