ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
Channel 24;চ্যানেল 24;চ্যানেল ২৪;www.channel24bd.tv
প্রকাশিত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেই সঙ্গে পৃথক অভিযানে এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (২০ আগস্ট) রাতে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এবং পশ্চিম ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- মো. সাব্বির (২২), মো. মাসুদ (২৬) ও মো. ফয়সাল (২০)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাকু ছাড়াও ২টি খুর জব্দ করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ মো. রানা (২২) নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে র‌্যাব জানতে পারে, কিছু ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় অবস্থান করছে। এমন খবরে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সাব্বির, মাসুদ ও ফয়সালকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি করে আসছিল।

অন্যদিকে একই দিন রাতে গোপন সংবাদে মোহাম্মদপুর থানাধীন পশ্চিম ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ র‌্যাব-২ এর একটি আভিযানিক দল মাদক কারবারি রানাকে গ্রেপ্তার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক সেবনকারীদের কাছে মাদক বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com