
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মেহেদী হাসান (২৫) ২। পলাশ (২৩) ৩। রানা সরকার (২৫) ৪। ইমন (২৪) ৫। ইসমাইল (২০) ৬। সাব্বির (২২) ৭। মোহাম্মদ আলী (২৯) ৮। ইশতিয়াক (২৪) ৯। আসিফ (২৪) ১০। জসীম উদ্দিন (২৫) ১১। সাইদুর (৪৪) ও ১২। নয়ন ইব্রহিম খলিল (১৯)। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।
অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নয়ন (১৯) ২। মোঃ ওসমান ওরফে রুবেল (২০) ৩। মোঃ হাসান (১৯) ৪। মোঃ সজিব (১৮) ও ৫। মোঃ রাসেল (২৭)।
উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।