জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেফতার

জাল টাকা ও প্রিন্টারসহ যুবক গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টারসহ মোঃ মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল আনুমানিক ০৫:০৫ ঘটিকায় মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মিজানুরকে গ্রেফতার করে থানা পুলিশের একটি টিম। এসময় তার কাছ থেকে ১০০০ টাকার ১৪টি, ১০০ টাকার ১৮টি এবং ২০ টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিস থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের ক্যানন প্রিন্টার জব্দ করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। জাল টাকার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com