কদমতলী ও তুরাগ এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জন গ্রেফতার

কদমতলী ও তুরাগ এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জন গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর কদমতলী এলাকা থেকে ২২ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো-মো. মনিরুল ইসলাম মনির (৩২) ও  (২) মো. মোশারফ (৩৫)।

বুধবার রাতে কদমতলী থানাধীন রায়েরবাগস্থ ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে রাজধানীর তুরাগ এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মো. ওমর ফারুক (২৬) ও মো. সুলেমান (৩০)।

বুধবার তুরাগের ধউর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে ডিএমপি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com