১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর পল্টন মডেল থানাধীন এলাকা হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ বিল্লাল হোসেন (৪৫) ২। ২) মোঃ আল আমিন (২৮)।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় পল্টন মডেল থানাধীন বিএনপি পার্টি অফিসের বিপরীত পার্শ্বে একটি কার শো-রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম পল্টন মডেল থানাধীন বিএনপি পার্টি অফিসের বিপরীত পার্শ্বে একটি কার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় গ্রেফতারকৃত বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা ও আল আমিনের বিরুদ্ধে মাদক আইনে দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com