দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৮২

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩৮২
প্রকাশিত

দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত আরও ৮০১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৮১ জন।

শনিবার (০২ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানাভুক্ত ৮০১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৮১ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৩৮২ জনকে।

অভিযানে পিস্তল ১টি, ওয়ান শুটারগান ২টি, বিদেশি পিস্তল ১টি, রিভলবার ১টি, ম্যাগজিন ১টি, গুলি ৪ রাউন্ড, সুইচ গিয়ার চাকু ১টি, চাইনিজ কুড়াল ৩টি, লোহার তৈরি চাপাতি ১টি ও কুড়াল এসএস এর তৈরি ১টি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com