শহীদদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ

শহীদদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ
প্রকাশিত

অমর একুশের ভোরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় শুক্রবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান।

রফিকুজ্জামান জানান, গুরুতর অসুস্থ ওই শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি শুক্রবার সকাল ৬টার দিকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ফুল কুড়াতে রুহুল আমিনের (৫৫) বাড়িতে যায়। রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার। শিশুটি যখন বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন রুহুল আমিন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে, বিপদ টের পেয়ে রুহুল আমিন পালিয়ে যায়।

শিশুটিকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

রুহুল আমিনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে রফিকুজ্জামান জানিয়েছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com