নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ জনসহ গ্রেফতার ১১

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ জনসহ গ্রেফতার ১১
প্রকাশিত

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আগত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ০৭ নেতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল (৩৫) ২। ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম রন্টি (২৭) ৩। আওয়ামী লীগ কর্মী মোঃ হান্নান মিয়া (৫০) ৪। ছাত্রলীগ নেতা শাহিদ কাজী (২২) ৫। ছাত্রলীগ নেতা রাজীব শিকদার (১৯) ৬। ছাত্রলীগ নেতা রায়হান পাইক (২১) ৭। ছাত্রলীগ নেতা রবিউল মিয়া (২১) ৮। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইসলাম বেপারী (৪৫) ৯। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪২) ১০। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পৌর যুবলীগের ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ গোলাম মোহাম্মদ সুজন (৫০) ও ১১। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সহ সম্পাদক রাকিব হোসেন জমাদার (৩১)।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ডিবি রমনা বিভাগের একটি টিম হাতিরপুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চঞ্চল মিয়া, রাশিদুল ইসলাম রন্টি, মোঃ হান্নান মিয়া, শাহিদ কাজী, রাজীব শিকদার, রায়হান পাইক ও রবিউল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসে লোকজন সংগ্রহ করত এবং বিভিন্ন ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতো। এছাড়াও গ্রেফতারকৃতরা গোপনে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করতো।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগ ওয়ারী থানার হাটখোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইসলাম বেপারীকে ও রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় ডেমরা থানা এলাকা থেকে মো: মাহফুজুল হককে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ০৯:২৫ ঘটিকায় ডিবি মিরপুর বিভাগের একটি টিম শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ গোলাম মোহাম্মদ সুজনকে গ্রেফতার করে।

অন্যদিকে বুধবার (৮ অক্টোবর) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাকিব হোসেন জমাদারকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com