বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা কর্তৃক বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি হাবিব হাসানের নাতি মোঃ ফয়সাল আহম্মেদ পারভেজ (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) রাত ৩:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের ২১ নং রোডের বস্তি এলাকা হতে এলাকা থেকে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ফয়সাল আহম্মেদ পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনে সানজিদ হোসেন মৃধা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর প্রাণঘাতি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে। এতে আক্রমণকারীরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে সানজিদ হোসেন মৃধা গুরুতর আহত হয়। আহত সানজিদ হোসেন মৃধাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সানজিদ হোসেন মৃধার বাবা মোঃ কবির হোসেন মৃধা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানাধীন ১৪নং সেক্টরের এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফয়সাল আহম্মেদ পারভেজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com