রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার ০২

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার ০২
প্রকাশিত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মিলন হোসেন (৩৯) ও ২। মোঃ শামিল ওরফে শামিল হোসাইন (২২)।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৪:২৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার (৫ ডিসেম্বর) ৩:৪৫ ঘটিকায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ গোলচত্তর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের ওপর কতিপয় অবৈধ অস্ত্রধারী লোক অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিকাল আনুমানিক ৪:২৫ ঘটিকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ গোলচত্তর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের নিকট উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটর সাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ মোঃ মিলন হোসেন ও মোঃ শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে তাদের কোমরের পিছনে লুকায়িত দুইটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com