

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৬ কেজি সিসাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আজিজুর রহমান (৪৩) ২। মিন্টু চন্দ্র পাল (৪২)৩। মো: ওয়াসিম মিয়া (৩৬) ৪। মো: হৃদয় (২০) ৫। মো: আরিফ (২১) ৬। মো: মুন্না (২০) ৭। মো: ইব্রাহীম খলিল (২৮) ৮। মো: টুটুল কাজী (৩৫) ও ৯। সাইফুল ইসলাম (৩৭)।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৮:১৫ ঘটিকায় থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খিলক্ষেত থানা এলাকার একটি বাসার নিচ তলায় দুইজন লোক সিসা ও সিসা সেবনের সামগ্রী বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আজিজুর রহমান ও মিন্টু চন্দ্র পালকে গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৬ কেজি সিসা, ৯৫০ টি ওয়ান টাইম পাইপ, ৭০ টি স্প্রিং হোলস পাইপ, ৭০ টি সিলিকন হেড ও ৫টি সিসা স্ট্যান্ড উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানা সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খিলক্ষেত থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মমালা ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।