সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাই: চক্রের মূলহোতাসহ গ্রেফতার ০৪

সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাই: চক্রের মূলহোতাসহ গ্রেফতার ০৪
প্রকাশিত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-১। মো. জাকির হোসেন ২। মো. নজরুল ইসলাম (৪৭) ৩। মো. মিজানুর রহমান (৪৫) ও ৪। মো. হাফিজুল ইসলাম ওরফে হাবু (৪৫)।

গত (১৬ আগস্ট ২০২৫) রাত ৭:৩০ ঘটিকায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়, রাজশাহী থেকে ঢাকার টেকনিক্যাল বাসস্ট্যান্ডে আগত একজন যাত্রী সিএনজিতে গন্তব্যের উদ্দেশে রওনা হন। জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে পৌঁছানোর পর সিএনজি চালক সিএনজি বন্ধ করে দিয়ে গাড়ি নষ্টের কথা বলে সময়ক্ষেপণ করেন। এ সময় পূর্ব থেকে ওঁতপেতে থাকা তিনজন ছিনতাইকারী সিএনজি চালকের সহযোগিতায় যাত্রীর গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, দুটি মোবাইল ফোন এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করে। ছিনতাইকারীরা অতিরিক্ত টাকার জন্য যাত্রীকে মারধর ও চাপ প্রয়োগ করলে তিনি পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরো টাকা এনে দিতে বাধ্য হন। পরে ছিনতাইকারীরা তাকে আগারগাঁও এলাকায় ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

এরুপ অভিযোগের ভিত্তিতে ডিবি-তেজগাঁও ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, এই ছিনতাইয়ের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত, যারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছে। শেরেবাংলা নগর থানায় এই চক্রের বিরুদ্ধে তিনটি মামলা রুজু হয়েছে। ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি এবং চালককে শনাক্ত করে।

বৃহস্পতিবার (২১ আগস্ট ) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় গাবতলী টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে সিএনজি চালক মো. জাকির হোসেনকে গাড়িসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ছিনতাই চক্রের অপর সদস্যরা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা এলাকায় ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছে। ডিবির একটি দল যাত্রীবেশে সিএনজিতে উঠে আগারগাঁওয়ের উদ্দেশে রওনা দেয়। সেখানে পৌঁছে চালক গাড়ির স্টার্ট বন্ধ করলে ছিনতাই চক্রের বাকি তিন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির কাছে আসে। ডিবি দল তৎক্ষণাৎ অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম ও মো. মিজানুর রহমানকে অস্ত্রসহ গ্রেফতার করলেও অপর আসামি মো. হাফিজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। পরে আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের অপর সদস্য মো. হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে তিনটি ছুরি, দুটি ছিনতাইকৃত মোবাইল ফোন এবং একটি সিএনজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com