

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২২১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৭ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮ টি বাস, ৩ টি ট্রাক, ২২ টি ক্যাভার্ড ভ্যান, ৭৯ টি সিএনজি ও ১৫৬ টি মোটরসাইকেলসহ মোট ৩১৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৯ টি বাস, ৫১ টি ট্রাক, ৫৬ টি কাভার্ডভ্যান, ৭৬ টি সিএনজি ও ১৯১ টি মোটরসাইকেলসহ মোট ৫১১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ১৩৩ টি মোটরসাইকেলসহ মোট ২২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪১ টি বাস, ২ টি ট্রাক, ৩৭ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ২১২ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০ টি, ১৩ টি ট্রাক, ৯ টি ক্যাভার্ডর্ভ্যান, ৪৭ সিএনজি ও ১১৫ টি মোটরসাইকেলসহ মোট ৩০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৫ টি বাস, ১ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৫ টি গাড়ি ডাম্পিং ও ২০২ টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।