রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাকে গ্রেপ্তারে রাজধানীতে জোরালো অভিযান চালানো হচ্ছে।
ডিএমপি জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ওই ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে বা তার অবস্থান সম্পর্কে জানা থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এ বিষয়ে যোগাযোগের জন্য ডিএমপির পক্ষ থেকে ডিসি মতিঝিলের মোবাইল নম্বর ০১৩২০০৪০০৮০ এবং ওসি পল্টনের মোবাইল নম্বর ০১৩২০০৪০১৩২ প্রদান করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং কার্যকর তথ্যের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেন।