দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ঝুমাসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ঝুমাসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রকাশিত

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৭ (সাত) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-১। নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদার (৪০) ২। সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ (৫২) ৩। ভাষানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা (৫৪) ৪। আওয়ামী লীগ কর্মী জুবায়ের হোসেন ওরফে মামুন (৪৮) ৫।কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী (৫১) ৬। আওয়ামী লীগ কর্মী মো: রমজান (৪৭) ৭।রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোশারফ ভুঁইয়া (৪৯)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় ডিবি-মিরপুর বিভাগ হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নাসির আহমেদকে ও রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ভাটারা থানার বারিধারা এলাকা থেকে হাসান আলী মোল্লাকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে আশরাফ সিদ্দিকী ও মোঃ রমজানকে গ্রেফতার করে।

অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাত (৫ নভেম্বর) আনুমানিক ০১:২০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশারফ ভূইয়াকে ও রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় আদাবর থানাধীন শ্যামলী আবাসিক এলাকা থেকে জুবায়ের হোসেন ওরফে মামুনকে গ্রেফতার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। বুধবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকায় জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদারকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com