ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ০৩

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ০৩
প্রকাশিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধারসহসহ দুর্ধর্ষ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মনোয়ার হোসেন সকাল ওরফে বাবু (৩৪) ২। মোঃ টিটু মিয়া (৩২) ৩। মোঃ মিঠু মিয়া (৪৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর মিরপুর, বাবুবাজার ও চাঁদপুর জেলার হাইমচর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ সেলিম মোল্লা বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর ২০২৫ যাত্রাবাড়ী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২৯ আগস্ট ২০২৫ জনৈক নুর আলম যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এআর প্রিন্টারস হতে ঢাকা কোতয়ালী থানাধীন নয়াবাজার আর্ট পেপার পরিবহনের জন্য বাদীর ট্রাক ভাড়া করে এবং ৩০ আগস্ট ২০২৫ রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় আর্ট পেপার ট্রাক কর্তৃক পরিবহনের সময় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল পশ্চিমপাড়া পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রাকটি থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালান দেখতে চায়। চালানে সমস্যা আছে বলে অভিযোগ করে তারা ড্রাইভার রাহাত ও মোশারফের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ট্রাকের পেছনে থাকা চারজন শ্রমিক ভয়ে পালিয়ে যায়। ডাকাতরা ড্রাইভার রাহাতকে ইলেকট্রিক শক মেশিন দিয়ে ভয়ভীতি দেখিয়ে ট্রাকটি ডেমরার দিকে চালাতে বাধ্য করে। মৃধাবাড়ী ইউ-টার্নের কাছে পৌঁছে তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় অপরাধীদের অবস্থান সনাক্ত করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মনোয়ার হোসেন সকাল ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে একই দিনে দুপুর আনুমানিক ২:০৫ ঘটিকায় চাঁদপুর জেলার হাইমচর থানায় অভিযান পরিচালনা করে মোঃ টিটু মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে একই দিনে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় বাবুবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মিঠু মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে একটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ২৯৭ প্যাকেট আর্ট পেপার উদ্ধার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে আসা রাজধানীর নয়াবাজার এলাকার ব্যবসায়ীদের ও পণ্যবাহী ট্রাকগুলোকে অনুসরণ করে। পরবর্তীতে তারা রাজধানীর সুবিধাজনক স্থানে পথরোধ করে আইনশৃঙ্খলা বাহিনী বা ডিবির পরিচয় দিয়ে ট্রাকের সর্বস্ব লুট করে নেয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com