১৬০০ লিটার নকল মবিলসহ গ্রেফতার ০২

১৬০০ লিটার নকল মবিলসহ গ্রেফতার ০২
প্রকাশিত

রাজধানীর বংশাল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬০০ লিটার নকল মবিল ও সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইফুল ইসলাম (৫৭) ও ২। মোঃ রফিকুল ইসলাম (৫০)।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭:১৫ ঘটিকায় বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বংশাল থানার একটি টিম বংশাল থানাধীন কাজী আলাউদ্দিন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে কতিপয় দুষ্কৃতকারী নকল মবিল উৎপাদন ও ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন ব্যান্ডের মোট ১ হাজার ৬০০ লিটার নকল মবিল ও নকল মবিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নকল মবিল উৎপাদন ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত নকল মবিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com