আদাবরে পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার

আদাবরে পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় কুখ্যাত ‘কবজি কাটা’ গ্রুপের দুইভাই ১। মো. জনি (২৪) ও ২। মো. রনি (২৭)-সহ নয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলো- ৩। মো. ওসমান (২০) ৪। মো. নাজির (২০) ৫। মো. রাজু (২৭) ৬। মো. শাকিল (১৯) ৭। মো. আবুল কামাল আজাদ (১৯) ৮। মো. রেজু খান আলম (২২) এবং ৯। মো. আল-আমিন (১৮)।

গোয়েন্দা তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮.২৫ ঘটিকায় আদাবর শ্যামলী হাউজিং এলাকায় একটি অপহরণের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা পুলিশ ও সংবাদদাতাদের ওপর অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য আল-আমিনের হাতের কবজি ও বাম হাতে গুরুতর কাটার জখম হয়। এছাড়া, অন্যান্য পুলিশ সদস্যরাও বিভিন্ন মাত্রায় আহত হন। হামলাকারীরা পুলিশের টহল গাড়ি ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উক্ত ঘটনার পরেই ডিবি-তেজগাঁও বিভাগের একাধিক আভিযানিক দল এই গ্যাং সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করে। পরবর্তীতে বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে কেরানীগঞ্জ ও সাভার এলাকা থেকে ‘কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকার ভয়ঙ্কর "কবজি কাটা" গ্রুপের সক্রিয় সদস্য। গ্রুপের প্রধান কবজি কাটা আনোয়ার জেলে থাকায় জনি ও রনি এলাকায় গ্রুপটি পরিচালনা করছিল। তারা পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিং, অপহরণ, মুক্তিপণ দাবি ও জবর দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com