

রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা থেকে ৬২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ অভি (২০) ও ২। মোঃ তৌহিদুজ্জামান (২৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় যাত্রাবাড়ী থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ পিস ইয়াবাসহ মাদক কারবারি অভিকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত ০৭:৩০ ঘটিকায় শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ৬১৫ পিস ইয়াবাসহ তৌহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।