
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো:- রাব্বি (২৪) ২। মুরাদ (২৩) ৩। মোবারক (৩০) ৪। ওবায়দুল (৩২) ৫। সালাউদ্দিন (৩৭) ৬। গোলাম রাব্বি (২৩) ৭। সৈয়দ মো: কায়সার হাবিব (৩৮) ৮। মো: শাওন (১৯) ৯। জাহাঙ্গীর আলম (৪২) ১০। রহিম (৫০) ১১। আবুল হোসেন (৩৩) ১২। মান্নান (২২) ১৩। আলামিন (৩২) ১৪। আলামিন ইসলাম (২১) ১৫। সোহেল (৩০) ১৬। মেহেদী হাসান (৩০) ১৭। শফিকুল ইসলাম (২২) ১৮। জাহিদ (১৮) । এ সময় তাদের কাছ থেকে ১৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি,পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।