সমন্বয়ক তালাত মাহমুদ রাফির বিয়ে

সমন্বয়ক তালাত মাহমুদ রাফির বিয়ে
প্রকাশিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। সোমবার (১৭ মার্চ) তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।” তবে নববধূর পরিচয় এখনো প্রকাশ করেননি।

তার বিয়ের খবর প্রকাশের পরপরই বন্ধু, সহযোদ্ধা ও অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩) শিক্ষার্থী। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তার বিয়ে নিয়ে অনুসারীদের কৌতূহল থাকলেও নববধূর পরিচয় জানার জন্য এখনো অপেক্ষা করতে হবে। তবে তার নতুন জীবনের জন্য শুভেচ্ছার জোয়ার বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com