বিশ্বরঙ-এর ঈদ আয়োজন

বিশ্বরঙ-এর ঈদ আয়োজন
প্রকাশিত

ঈদ মানেই হাসি, আনন্দ, আর উৎসবের রঙে নিজেকে রাঙানো! আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শুরু হয়েছে প্রস্তুতি, এবং এরই অংশ হিসেবে নতুন পোশাকের অপেক্ষায় থাকে সবাই। ফ্যাশন দুনিয়ায় বিশ্বরঙ দীর্ঘ ৩০ বছর ধরে উৎসব-পার্বনের নতুন ট্রেন্ড তৈরিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এবারের ঈদেও বিশ্বরঙ ফ্যাশনপ্রেমীদের জন্য এনেছে আধুনিক এবং ট্রেন্ডি ডিজাইনের পোশাক, যেখানে দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক ধারার অনন্য সংমিশ্রণ ঘটানো হয়েছে।

বিশ্বরঙ-এর পোশাক মানেই ঐতিহ্যের সঙ্গে আভিজাত্যের সম্মিলন। ঈদ উৎসবের সাজে বাড়তি মাত্রা যোগ করতে বিশ্বরঙ এবারও দেশীয় কাপড় ও উপকরণ ব্যবহার করে ট্রেন্ডি ও ট্রেডিশনাল লুকের সমন্বয়ে নান্দনিক পোশাক তৈরি করেছে। আরামদায়ক এবং আবহাওয়ার উপযোগী কাপড় যেমন সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিলেন, কাতান ও জ্যাকার্ড ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রেও কনট্রাস্ট এবং ম্যাচিউরড টোনের সমন্বয়ে আধুনিকতার ছোঁয়া যুক্ত করা হয়েছে। পোশাকের নকশায় ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, মেশিন ও কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশী কাঁথা এবং জারদৌসীসহ নানা শিল্পকৌশল।

এবারের ঈদ কালেকশনে বিশ্বরঙ প্রতিটি বয়সের মানুষের জন্য কিছু না কিছু যোগ করেছে। বাচ্চাদের জন্য রয়েছে আকর্ষণীয় নকশার পোশাক, প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়ায় বিশেষ পোশাক। সাধ্যের মধ্যে সেরা পছন্দের সুযোগ করে দিতে বিশ্বরঙ নিয়ে এসেছে ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে দৃষ্টিনন্দন শাড়ির কালেকশন, যা পাওয়া যাবে বিশ্বরঙ-এর সব শোরুমে। ঈদ উৎসবকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে এবারও বিশ্বরঙ তার সিগনেচার স্টাইল বজায় রেখেছে, যা নিশ্চিত করবে আপনার ঈদ সাজের অনন্যতা।

শোরুমে গিয়ে কেনাকাটা করার পাশাপাশি যে কেউ ঘরে বসেই শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবে অনলাইনে www.bishworang.com.bd ফেইজবুক পেইজ BISHWORANG অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৪৩, ০১৭৩০০৬৮০৩৬, ০১৭৩০০৬৮০১২ নম্বরে ফোন করে

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com