'ছাত্রদল কর্মী' শামীমকে দাফনের পর পাওয়া গেলো জীবিত!

শোক সরে এবার বিস্ময় দেখা দেয় পরিবারের সদস্যদের মধ্যে। ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় পুরো এলাকাজুড়ে।
'ছাত্রদল কর্মী' শামীমকে দাফনের পর পাওয়া গেলো জীবিত!

ছবি : সংগৃহীত

প্রকাশিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শামীম নামের একজনের মরদেহ বাগেরহাটের শরণখোলায় দাফন করা হয়। নিজের সন্তান ভেবে ঢাকা থেকে মরদেহ নিয়ে যান শামীমের বাবা। এলাকায় রটে যায় শামীম ছিলেন ছাত্রদলের নেতা। হাজার হাজার মানুষ তার জানাজা ও দাফনে শামিল হন। পরিবারে পড়ে যায় শোকের মাতম।

কিন্তু দাফনের পরই শামীমের জীবিত থাকার সন্ধান মেলে। তিনি ঢাকার বিক্রমপুরে আছেন বলে একটি কারখানায় কাজ করছেন। শোক সরে এবার বিস্ময় দেখা দেয় পরিবারের সদস্যদের মধ্যে। ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় পুরো এলাকাজুড়ে।

এ অবস্থার মধ্যে বৃহস্পতিবার অজ্ঞাত ওই তরুণের মরদেহ কবর থেকে তুলে আবার ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে।

শামীমের বাবা রুহুল আমীন হাওলাদার বলেন, তিনি হাসপাতালের মর্গ থেকে যে মরদেহটি নিয়েছিলেন তার নামও শামীম। দুর্ভাগ্যবশত, তিনি সেই লাশটি গ্রহণ করেছিলেন। 'প্রকৃতপক্ষে আমার ছেলে শামীম জীবিত আছেন। আসলে মৃত ও জীবিত দুজনের নামই শামীম। তাই এমন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

'প্রকৃতপক্ষে আমার ছেলে শামীম জীবিত আছেন। আসলে মৃত ও জীবিত দুজনের নামই শামীম। তাই এমন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে,' বলেন তিনি। 

শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ঢাকার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ভুলে গ্রহণ করা মরদেহটি পুনরায় সেখানে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com