জাহাজ চলাচল শুরু ২৮ নভেম্বর, বলবৎ থাকবে নিষেধাজ্ঞা

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী— দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রতিদিন ২ হাজারের বেশি পর্যটক যাতায়াত ও রাতে অবস্থান করার নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু ২৮ নভেম্বর, বলবৎ থাকবে নিষেধাজ্ঞা

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল শুরু ২৮ নভেম্বর, বলবৎ থাকবে নিষেধাজ্ঞা

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী— দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রতিদিন ২ হাজারের বেশি পর্যটক যাতায়াত ও রাতে অবস্থান করার নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

প্রকাশিত

আগামী ২৮ নভেম্বর থেকে কক্সবাজারের সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী— দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে প্রতিদিন ২ হাজারের বেশি পর্যটক যাতায়াত ও রাতে অবস্থান করার নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

তিনি জানান, পর্যটক নিয়ে জাহাজ চলাচলের সিদ্ধান্ত হলেও কোন পয়েন্ট থেকে জাহাজ ছাড়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে জাহাজ ছেড়ে যেতে পারে।

গত ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত ৬ সদস্যের একটি কমিটি গঠন করে। এতে কক্সবাজার সদর ও টেকনাফের ইউএনওকে আহ্বায়ক করা হয়।

নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য জেলা প্রশাসনের কাছে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। ওই আবেদনের প্রেক্ষিতে সোমবার জেলা প্রশাসন ‘কেয়ারি সিন্দাবাদ’ জাহাজ কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে ২ হাজারের বেশি পর্যটক যাতায়াত করতে পারবে না। এছাড়া নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে দ্বীপে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হলেও কোন স্থান থেকে ছাড়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় কর্তৃক গঠিত এ সংক্রান্ত ৬ সদস্যের কমিটি। তবে কমিটির সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক যে আলাপ হয়েছে- তাতে সকলেই জাহাজ ছাড়ার পয়েন্ট হিসেবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ জেটি ঘাটের বিবেচনা করে মতামত দিয়েছেন।’

এ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, ‘কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার। বৈঠকে কমিটির সদস্যদের সঙ্গে পরিবেশসহ সার্বিক বিষে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com