১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের
প্রকাশিত

বিএনপি এবং সমমনা কয়েকটি দলের নোট অব ডিসেন্টসহ ১০০ আসনের উচ্চকক্ষ সিদ্ধান্ত পাস হয়েছে। যা নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে।

বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত আসে।

তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল এবং জোটের সদস্যরা। তারা বলেছে, উচ্চকক্ষে সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে।

উচ্চকক্ষের ধারণার বিরোধিতা করেছে সিপিবি, বাসদও। তারাও এ বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর), অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে, তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com