ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা বোনাস পাবে না: গভর্নর

ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা বোনাস পাবে না: গভর্নর
প্রকাশিত

ব্যাংক লোকশান করলে মালিকরা লভ্যাংশ ও কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে অর্থনীতিতে প্রবাসীদের অবদান নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, অর্থ পাচার ঠেকানোয় এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশে রিজার্ভের পরিমাণ বেড়েছে। রেমিট্যান্স প্রবাহ ২৯ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।

অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, এক্ষেত্রে অনেকটাই সফল হওয়া গেছে। অর্থনীতিতে এখন ডলার সংকট নেই তবে টাকার সংকট আছে। এটি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে। এ বিষয়ে আগামীকাল থেকে সরকারের সাথে আলোচনা শুরু হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com