ভারতের অংশগ্রহণ ছাড়াই শুরু সার্কফাইন্যান্স গভর্নরস গ্রুপ সভা

ভারতের অংশগ্রহণ ছাড়াই শুরু সার্কফাইন্যান্স গভর্নরস গ্রুপ সভা
প্রকাশিত

ভারতের অংশগ্রহণ ছাড়াই বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় ৪৭তম কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন সার্কফাইন‍্যান্স গভর্নরস গ্রুপ সভা এবং সিম্পোজিয়াম শুরু হয়েছে। রাজনীতির বাইরে গিয়ে আর্থিক এবং বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

৪৭তম সার্কফাইনান্স গভর্নরদের গ্রুপ সভা এবং সিম্পোজিয়ামের প্রতিপাদ্য হল ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এন্ড সেন্ট্রাল ব্যাংকিং: ব্রিজিং গ্যাপস ইন দ্যা সার্ক রিজিয়ন’।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সার্কফাইন্যান্স গভর্নরস গ্রুপ সভার সভাপতিত্ব করবেন।

এছাড়াও, গ্রুপ সভার পাশাপাশি সার্কফাইন্যান্স গভর্নরস সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।

গভর্নরদের সিম্পোজিয়ামে অংশগ্রহণকারীগণের মধ্যে থাকবেন- সার্ক সদস্যভুক্ত দেশসমূহের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়সমূহের প্রতিনিধিগণ।

সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকের বিভাগসমূহ, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, সংস্থা ও বাংলাদেশের তফশিলি ব্যাংকসমূহ এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার সকালের অধিবেশনে সার্কফাইন্যান্স গ্রুপ সভা অনুষ্ঠিত হয়েছে। গভর্নর, অর্থ সচিব এবং সার্কভুক্ত সদস্য দেশগুলোর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।

এই বৈঠকে দক্ষিণ এশিয়া অঞ্চলের সামগ্রিক সামষ্টিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সামষ্টিক-আর্থিক ও গবেষণামূলক নীতিগত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com