নির্বাচন ঘিরে ছোটখাট ঘটনা ঘটবেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ঘিরে ছোটখাট ঘটনা ঘটবেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত

নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন ঘিরে ছোটখাট ঘটনা ঘটবেই।

শনিবার (১৪ জুন) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেডকোয়ার্টার পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন।   

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের লেভেলে প্লেইং ফিল্ড তৈরি রয়েছে। ছোটখাট ঘটনা ঘটবেই। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মার খাওয়ার ঘটনাও এমনই।’

দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের সাহায্য চেয়েছেন জাহাঙ্গীর আলম। সেইসঙ্গে ভারতীয় পুশইন ঠেকাতে শক্ত পদক্ষেপ নেয়ারও কথা জানান তিনি।

এর আগে সকালে উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘এপিবিএনের এখন একটা বড় সমস্যা গাড়ি। তাদের জন্য ২০০ গাড়ি আনা হচ্ছে। এছাড়া অন্যদের তুলনায় এপিবিএনের থাকার ব্যবস্থা ভালো। তবে থানা পুলিশের আবাসন অবস্থা খুবই খারাপ, তা নিরসনের চেষ্টা হচ্ছে।’

এপিবিএনের মারণাস্ত্র নিয়ে তিনি বলেন, ‘অন্য পুলিশের সঙ্গে এপিবিএনের রুল আলাদা, হাতিয়ারও ভিন্ন। সবার কাছেই অস্ত্র থাকবে। তবে থানা পুলিশের কাছে বড় হাতিয়ার থাকেবে না। সেক্ষেত্রে এপিবিএনের হাতিয়ার আলাদা।’

যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাধারণত একটি দেশে রাস্তার পরিমাণ থাকতে হয় ২০ শতাংশ। কিন্তু আমাদের দেশে রাস্তার পরিমাণ ৭ শতাংশই নেই। আবার গাড়িও দিন দিন বাড়ছে। এজন্য যানজটের সমস্যা থাকবে, আমরা তা নিরসনের চেষ্টা করছি।’

ঈদে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দু-একটা চুরি ও ছিনতাই হয়েছে, তবে বড় ধরনের কোনো সমস্যা হয় নাই।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com