জুলাই সনদ বাস্তবায়নে করণীয় নির্ধারণে বৈঠক বৃহস্পতিবার

জুলাই সনদ বাস্তবায়নে করণীয় নির্ধারণে বৈঠক বৃহস্পতিবার
প্রকাশিত

জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি) বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫-এ অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নির্ধারণ করা হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টায় শুরু হবে এ বৈঠক।

কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জুলাই জাতীয় সনদ-২০২৫-এ অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে বিস্তৃত আলোচনা হবে। বিশেষ করে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়ন বিষয়ে তাদের বিস্তারিত মতামত তুলে ধরবে। পাশাপাশি সনদের চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সুপারিশ চূড়ান্ত করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com