বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রশংসনীয়: আইন উপদেষ্টা

বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধা প্রশংসনীয়: আইন উপদেষ্টা
প্রকাশিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আজ ১৫ জন সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। তারা যে সম্মানজনকভাবে বিচার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, তা সেনা প্রশাসনের পরিপক্বতা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার পরিচায়ক। সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সহযোগিতা করেছেন, তা প্রশংসার দাবিদার।’

সেনা সদস্যদের সাবজেলে রাখার বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, ‘ওনাদের কোথায় রাখা হবে, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তারা যেটিকে যথোপযুক্ত মনে করবেন, সেটিই করবেন। এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com