জেনেভা ক্যাম্পের গডফাদারদের গ্রেফতারে অভিযান চালাবে পুলিশ

জেনেভা ক্যাম্পের গডফাদারদের গ্রেফতারে অভিযান চালাবে পুলিশ
প্রকাশিত

মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আর অধিপত্যের দ্বন্দ্বে আবারও উত্তপ্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল জাহিদ (২০) নামে এক তরুণের।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে জেনেভা ক্যাম্পের ৪ নম্বর গলিতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এসময় একটি ককটেল এসে জাহিদের গায়ে পড়ে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান জাহিদ।

পরিবারের দাবি, জাহিদ গ্রাফিক্স ডিজাইনার। তিনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকার দুপক্ষের হামলার শিকার হয়েছেন জাহিদ।

স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও শান্ত হচ্ছে না জেনেভা ক্যাম্প। মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য।

বাসিন্দারা বলছেন, সবচেয়ে বেশি মাদক কারবারি চলে ক্যাম্পের ৭ নম্বর ও ৪ নম্বর গলি। এর সঙ্গে চোয়া সেলিম, শাহ আলম, তারিক, পারমনু ওরফে গাল কাটা মনু, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ঠোট গোলাবী, ফারক এবং ইমতিয়াজসহ বেশ কয়েকজন জড়িত।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নজরুল ইসলাম, মাদক কারবার যারা পরিচালনা করে তাদের গায়ে আগে হাত পড়তে হবে। বিক্রেতার চেয়ে মূলনিয়ন্ত্রককে ধরা না গেলে ক্যাম্পের পরিবেশ পুরোপুরি শান্ত করা সম্ভব নয়।

মাদকের সঙ্গে সংশ্লিষ্ট গডফাদারদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

গেল ছয় মাসে জেনেভা ক্যাম্প থেকে হাজারের বেশি অপরাধীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com