সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব

সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব
প্রকাশিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নির্বাচন কমিশনকে (ইসি) ৩৪টি প্রস্তাব দিয়েছে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

ইসি সচিবালয়ে গত সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রস্তাবনাগুলো দেয়া হয়।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের ৮ দিন মোতায়েন, সেনা মোতায়েন, গুজব নিয়ন্ত্রণে অ্যাপস তৈরি, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া আনসারদের ভোটের দায়িত্বে না রাখা, প্রতি ভোটকেন্দ্রে একটি করে ক্যামেরা রাখার প্রস্তাব দেয়া হয়।

প্রস্তাবে আরও রয়েছে, নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের কিউ আর কোড যুক্ত আইডি কার্ড প্রদান, সাংবাদিকদের জন্য নীতিমালা, প্রশিক্ষিত আনসারের ডাটাবেজ তৈরিসহ ৩৪টি প্রস্তাব দেয় সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

এসব প্রস্তাবের মধ্যে সেনাবাহিনীর সদস্য মোতায়েন, প্রযুক্তি ব্যবহার করে গুজব মোকাবিলা এবং দুর্গম এলাকায় বিশেষ সুবিধার মতো বিষয়গুলোতে জোর দেয়া হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com