শহীদ হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা

শহীদ হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় ডিএমপির কৃতজ্ঞতা
প্রকাশিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম শনিবার (২০ ডিসেম্বর) ধর্মীয় আচার ও আবেগঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়।

স্মরণ কালের অন্যতম বৃহত্তম এই জানাজায় বিপুল সংখ্যক লোকসমাগম হয়। শহীদ শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজায় এত লোকের উপস্থিতি তাঁর প্রতি সর্বস্তরের মানুষের আবেগ ও ভালবাসার বহিঃপ্রকাশ।

এই বিপুল লোকসমাগমকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। যার ফলে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পুরো প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়।

এই প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িত স্পেশাল সিকিউরিটি ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার বাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সরকারের বিভিন্ন সংস্থাসমূহের প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমসহ জানাজায় অংশগ্রহণকারী সর্বসাধারণ অভূতপূর্ব সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের কৃতার্থ করেছেন।

এই ঐতিহাসিক নামাজে জানাজা ও দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com