ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা
প্রকাশিত

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

আগামী দুই দিন বাংলাদেশ পন্থী সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চারটি দাবি নিয়ে আলোচনা করার কথাও জানান জাবের।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, আগামী ৭ তারিখ পর্যন্ত চার্জশিট দাখিলের সময়সীমা আমরা বেঁধে দিয়েছি। এরপরে আমরা চূড়ান্ত আন্দোলনে নামবো। ৩ জানুয়ারি (শনিবার) থেকে ৬ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করবো।

আল জাবের বলেন, আগামী ৩ দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে ইনকিলাব মঞ্চ। আগামী ২০ তারিখের মধ্যে বিচার কার্যক্রমের একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো, যারা দিল্লির কাছে দেশকে বর্গা দেবে না, যারা ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করবে।

এছাড়া ৭ তারিখের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com