
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী চার–পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর)–এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন বলেও জানা গেছে।
শনিবার (২৬ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তিনি চার–পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের সংবাদ আর কিছু হতে পারে না।’
তিনি আরও বলেন, দেশে চলমান নৈরাজ্যের সমাধান আসবে নির্বাচন দিয়েই। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেন তিনি।
বৈঠক শেষে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, প্রধান উপদেষ্টাকে তিনি আইন শৃঙ্খলার অবনতির বিষয়টি অবহিত করেছেন। তার মতে, দেশের প্রধান সমস্যা এখন আইন শৃঙ্খলার অবনতি, এবং নতুন করে কোনো অভিযান চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস জানান, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন।
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন, তারা প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তার মতে, নির্বাচিত সরকার গঠিত হলে দেশে সন্ত্রাস ও সহিংসতা অনেকটাই কমে আসবে।
এর আগে প্রধান উপদেষ্টা দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীর মতো বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর শনিবার বিকেলে আরও ১৪টি দল ও জোটের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন- জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, জাতীয় পার্টি (জাফর) ও ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নিজাম-ই-ইসলাম পার্টির মাওলানা আব্দুল মজিদ আতহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মোস্তাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবুল, বাংলাদেশ লেবার পার্টির ড. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ (মার্কসবাদী)-এর মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মনজুরুল ইসলাম আফেন্দি।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা হেফাজতে ইসলামের কিছু নেতার সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে বলে জানান প্রেস সচিব ফয়েজ।
দেশের রাজনৈতিক বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ইউনূস এ নতুন সংলাপ শুরু করেন গত মঙ্গলবার বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে।
এরপরের দিন (বুধবার) তিনি আরও ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। ওই দলে ছিলেন গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ ও সিপিবির নেতারা।