

সরকার পার্বত্য চট্টগ্রামকে ‘পশ্চিম তীর’ বা অন্য কোনো অধিকৃত ভূখণ্ডের সঙ্গে তুলনা করার প্রচেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর হিসেবে প্রত্যাখ্যান করেছে।
সোমবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং এটি সর্বদা বেসামরিক কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়ে আসছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে শুধুমাত্র শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য। এটি কোনোভাবে সামরিক শাসন বা দখলের চিহ্ন নয়।
সরকার স্পষ্ট করে জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামকে কোনো বিদেশি অধিকৃত ভূখণ্ডের সঙ্গে তুলনা করা তথ্যগত ভুল এবং পার্বত্য জনগোষ্ঠীসহ দেশের সার্বিক জাতিসত্তার প্রতি অসম্মান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ মানবাধিকার রক্ষা ও পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতনের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
মন্ত্রণালয় সাংবাদিকদের সতর্ক করেছেন, সংবেদনশীল ও জটিল ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রতিবেদন তৈরির সময় তথ্যনির্ভরতা, পেশাদারিত্ব ও সংবেদনশীলতা বজায় রাখতে হবে।