বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
প্রকাশিত

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (১১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে দায়িত্বভার গ্রহণ করেন।

জার্মান দূতাবাসের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশিদের মনোবলকে অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করে বলেন, জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে এবং আমরা এই পথ একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

এদিকে, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com